চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গায় ১ হাজার ৩৫০ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সজনী খাতুন নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ও সেনাবাহিনীর একটি দল। এ ঘটনায় ওই নারীর স্বামীকে পলাতক আসামী করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদরের বোয়ালমারি গ্রামের বাড়ি থেকে আটক করা হয়। আটক সজনী খাতুন (৩৫) ওই গ্রামের তারেক আজিজের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের প্রেক্ষিতে চুয়াডাঙ্গার বোয়ালমারি গ্রামে যৌথ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা। এ অভিযানে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী তারেক আজিজের স্ত্রী সজনী খাতুনকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে ১ হাজার ৩৫০ পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে পালিয়ে যায় তার স্বামী তারেক আজিজ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, আটক নারীসহ তার স্বামীকে আসামী করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলামের নেতৃত্বে সেনা সদস্যরা অংশ নেন।