চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় রিকসার সঙ্গে সংঘর্ষে চলন্ত পাখিভ্যান থেকে পড়ে কুলসুম বেগম (৪১) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার সামনে এ দূর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত কুলসুম বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ার বাজারপাড়ার সজিদের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।
স্থানীয়রা জানান সকালে কুলসুম বেগম ভ্যানযোগে যাচ্ছিলেন। এ সময় সামনে থেকে আসা রিকসার সঙ্গে সংঘর্ষ হয়। এতে কুলসুম বেগম ভ্যান থেকে ছিটকে পাকা রাস্তার উপরে পড়ে যান। এতে তিনি মাথায় গুরতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় ব্যক্তিরা আহত অবস্থায় কুলসুমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, ভ্যান থেকে ছিটকে পড়ে এক নারী মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।