চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলা নতুন ভান্ডারদহ গ্রামের আমিনুর রহমান (৫৮) নামে এক মানসিক বৃদ্ধা বিষপানে আত্মহত্যা করেছেন। আজ সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে নিজের কপির ক্ষেতে বিষপানে আত্মহত্যা করে।
মৃত আমিনুর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের নতুন ভান্ডারদহ গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভান্ডারদহ গ্রামের মানসিক ভারসাম্যহীন আমিনুর রহমান আজ বিকালে নিজের কপির ক্ষেতে সবার অজানতে বিষ পান করে। স্থানীয় মাঠের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে পাঁচমাইল বাজারে মারা যায় সে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি ইনচার্জ (ওসি) খালিদুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন অনুমতি দেওয়া হয়েছে।