শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

চুয়াডাঙ্গার মুক্তিপাড়া থেকে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়া থেকে হুসাইন মোহাম্মদ কবির ওরফে বুলবুল (৫২) নামের একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশের ধারনা, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে। নিহত হুসাইন মোহাম্মদ কবির ওরফে বুলবুল ঝিনাইদহ পৌর এলাকার বাজারপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন। দীর্ঘদিন যাবত স্ত্রী নারী উদ্যোক্তা লিজা হুসাইন ও কন্যা সন্তানদের নিয়ে চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে স্ত্রী লিজা হুসাইন বাড়িতে ছিলেন না। সেই সময় ঘরের দরজা আটকিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে সন্ধ্যার দিকে লিজা হুসাইন বাড়িতে এসে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারেন তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) হোসেন বলেন, তিনি গাড়ি চালক ছিলেন। পারিবারিক কলহ বিভিন্ন কলহের জেরে আত্মহত্যা করতে পারেন তিনি। তবে মৃত্যুর প্রকৃত জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



Our Like Page