শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

ছেলেকে ঈদের জামা দেওয়া হলোনা বাবার

মোঃ এনামুল হক, মোংলা :
মোংলায় ছেলেকে ঈদের জামা দিতে গিয়ে সাবেক শ্বশুর বাড়ি গিয়ে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মো: মিরাজুল মৃধা (৩৫) নামে এক ব্যক্তি।

শনিবার (২৯ মার্চ) সকালে উপজেলার মিঠাখালি ইউনিয়নের চৌরিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় মিরাজুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় নির্যাতিত মো: মিরাজুল মৃধা বাদী হয়ে সাবেক স্ত্রী, সালা ও শশুরের নাম উল্লেখ করে মোংলা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ১০ বছর আগে মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের চৌরিডাঙ্গা এলাকার মো: আলাম ফকিরের মেয়ে আছিয়ার সঙ্গে খুলনা সোনাডাঙ্গার বানিয়া খামারের শেরে বাংলা রোড এলাকার মো: হারুন মৃধার ছেলে মো: মিরাজুল মৃধার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে আট বছরের একটি ছেলে সন্তান আছে। এরপর থেকে দীর্ঘদিন পরকিয়ায় আসক্ত তার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলছিল।

পরকিয়ায় বাধা দিলে আনুমানিক ১বছর আগে ছেলেকে নিয়ে স্ত্রী আছিয়া তার বাবার বাড়িতে পালিয়ে যায় এবং সেখানে থেকেই মিরাজুলকে তালাক দিয়ে স্ত্রী আছিয়া অন্যাত্র বিবাহ করে। তার পর থেকেই ছেলের সাথে মিরাজুলকে দেখা বা কোন রকম যোগাযোগ করতে দেয়না স্ত্রীরসহ তার বাড়ির লোকজন। মিরাজুলকে বিভিন্ন রকম ভয়ভীতি দিয়ে আসছিলো তারা।

আজ শনিবার ঈদ উপলক্ষ্যে ছেলে মো: জুনায়েদ মৃধা কে দেওয়ার নতুন জামা কাপড় নিয়ে শ্বশুরবাড়ি যায় মিরাজুল। কিন্তু মিরাজুলকে দেখা মাত্রই অকথ্য ভাষায় গালিগালাজ করে তার শশুরবাড়ির লোকজন। প্রতিবাদ কারায় মিরাজুলের শ্বশুরবাড়ির লোকজন তাকে বেধড়ক মারধর করে। মারধরে তার নাক ফেটে যায়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মিরাজুলের শ্বশুর মো: আলাম ফকির। তিনি বলেন, কোনো মারধরের ঘটনা ঘটেনি, সব মিথ্যা।

এ বিষয়ে মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র রায় জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।



Our Like Page