আতিকুর রহমান সাগর:
আসছে ২৭ ডিসেম্বর জাতীয় নাগরিক কমিটির চরফ্যাশন উপজেলা রাইজিং কমিটি গঠন উপলক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হবে। উক্ত কমিটি গঠন সফল করার লক্ষ্যে পূর্বপ্রস্তুতি এবং সদস্য সংগ্রহ কার্যক্রমে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির চরফ্যাশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা শাহাদাত খন্দকার মঞ্জু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। নতুন সদস্য সংগ্রহ এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার মাধ্যমে তিনি কমিটির ভিত্তি সুসংহত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শাহাদাত খন্দকার মঞ্জু জানিয়েছেন, “জাতীয় নাগরিক কমিটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য চরফ্যাশনসহ পুরো অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করা। আমরা এই রাইজিং কমিটির মাধ্যমে একটি সুসংগঠিত কাঠামো গড়ে তুলতে চাই।”
আগামী ২৭ ডিসেম্বরের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবীদের সহযোগিতা কামনা করা হয়েছে। উক্ত সভায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ্ আল মামুন ফয়সাল সহ এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
জাতীয় নাগরিক কমিটির এ উদ্যোগ চরফ্যাশনের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।