সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

জিপিএ- ৫’ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শার্শা উপজেলা প্রশাসন

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
শার্শা উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা হতে ২০২৫ সালের এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ- ৫’ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে শার্শা উপজেলা প্রশাসন।

শনিবার(১৯ জুলাই) বিকাল ৪টায় শার্শা উপজেলা পরিষদ অডিটরিয়াম কমপ্লেক্স এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান। অত্র উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা এবং টেকনিক্যাল ভোকেশনালের এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫’ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং অভিভাবকবৃন্দ সংবর্ধনায় অংশ নেন।

শার্শা উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা মোট-১৭৮ জন। এর মধ্যে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তীর সংখ্যা-০৪(চার) জন,ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫’ প্রাপ্তীর সংখ্যা-১২ জন এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫’ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীর সংখ্যা-১৬২ জন।

সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও ডা. কাজী নাজিব হাসান বলেন, “মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মেধাকে জাতির সেবায় কাজে লাগাতে হবে, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, তাদের অনিয়ম ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে, নেতৃত্ব দিতে হবে। তাহলে এ দেশটা সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত হবে”।

আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদেরকে সন্মাননা পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শওকত মেহেদী সেতু,সহকারী কমিশনার(ভুমি),বজলুর রশিদ(ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার),কৃষি কর্মকর্তা-দীপক কুমার সাহা,সমবায় কর্মকর্তা-তৌহিদুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা-এস এম সাকির উদ্দিন,শার্শা থানার তদন্ত কর্মকর্তা-এসআই শাহ আলম সহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।



Our Like Page