মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
শার্শা উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা হতে ২০২৫ সালের এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ- ৫’ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে শার্শা উপজেলা প্রশাসন।
শনিবার(১৯ জুলাই) বিকাল ৪টায় শার্শা উপজেলা পরিষদ অডিটরিয়াম কমপ্লেক্স এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান। অত্র উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা এবং টেকনিক্যাল ভোকেশনালের এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫’ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং অভিভাবকবৃন্দ সংবর্ধনায় অংশ নেন।
শার্শা উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা মোট-১৭৮ জন। এর মধ্যে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তীর সংখ্যা-০৪(চার) জন,ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫’ প্রাপ্তীর সংখ্যা-১২ জন এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫’ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীর সংখ্যা-১৬২ জন।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও ডা. কাজী নাজিব হাসান বলেন, “মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মেধাকে জাতির সেবায় কাজে লাগাতে হবে, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, তাদের অনিয়ম ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে, নেতৃত্ব দিতে হবে। তাহলে এ দেশটা সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত হবে”।
আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদেরকে সন্মাননা পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শওকত মেহেদী সেতু,সহকারী কমিশনার(ভুমি),বজলুর রশিদ(ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার),কৃষি কর্মকর্তা-দীপক কুমার সাহা,সমবায় কর্মকর্তা-তৌহিদুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা-এস এম সাকির উদ্দিন,শার্শা থানার তদন্ত কর্মকর্তা-এসআই শাহ আলম সহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।