শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
এক নজরে :
যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২ যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে আটক-৪ যশোরের শার্শা গোগা সীমান্তে বিজিবির অভিযানে ১০০ পিচ ফেনসিডিল উদ্ধার সাতক্ষীরায় ২ নারীসহ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৮ জন চুড়ান্ত

জুলাই ঘোষণাপত্রে সর্বস্তরের মানুষের কথা থাকতে হবে: সারজিস

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, জুলাই ঘোষণাপত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ না দেখে, সর্বস্তরের পেশাজীবী মানুষের চাহিদা ও বক্তব্য অন্তর্ভুক্ত করতে হবে। তিনি জানান, ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার হাত ধরে যে স্বাধীনতা এসেছে, সেই চেতনা অনুযায়ী একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।

শুক্রবার, জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা শহরের ইলিশ চত্বর, লালমোহন ও চরফ্যাশন খাসমহল জামে মসজিদ টাওয়ার চত্বরে গণসংযোগ ও পথসভায় সারজিস এই আহ্বান জানান।

সারজিস বলেন, “গত ১৬ বছরের স্বৈরশাসনের অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি, মানুষের দাবি স্পষ্টভাবে তুলে ধরতে হবে। ভোলার জনগণের দাবি অনুযায়ী, সকল শ্রেণি-পেশার মানুষ চায় খুনি হাসিনার ফাঁসি। এই দাবিগুলো ঘোষণাপত্রে অগ্রাধিকার পাবে।”

তিনি আরও বলেন, “ভোলার মানুষকে দূরত্ব বা অবহেলার ভিত্তিতে মূল্যায়ন করা যাবে না। এই জেলায় পুলিশি নির্যাতন ও হত্যার শিকার জনগণ বিচার চায়। গ্যাসসমৃদ্ধ ভোলায় সেতু নির্মাণ এবং মেডিকেল কলেজ স্থাপন করা এখন সময়ের দাবি।”

তিনি জানান, ভোলার জনগণের দাবিগুলো জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। বিশেষত, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং স্বাস্থ্যসেবার অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

জুলাই ঘোষণাপত্রের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে নাগরিক সংযোগ কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র শামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় সদস্য আরিফুর রহমান তুহিন, আবদুল্লাহ আল মামুন ফয়ছাল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মু আবু সাঈদ উপস্থিত ছিলেন।

চরফ্যাশনে এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলা আমিন শাহরিয়ার, নূর আলম নাসিম, হাওলাদার সোহেল, ছাত্রনেতা ইয়াসিন, মুসা ও ইব্রাহিম। এ সময় শিক্ষক পরিষদের নেতা নাসির উদ্দিন, ব্যবসায়ী নেতা নোমান, স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিপুল পরিমাণ ছাত্র-জনতা ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।



Our Like Page