স্টাফ রিপোর্টার :
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট (এস.টি) স্কুল অ্যান্ড কলেজ বন্যা আশ্রয়কেন্দ্রে সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার পক্ষ থেকে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ বেসামরিক জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা, চক্ষু, শল্য, স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা সংশ্লিষ্ট একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার অংশগ্রহণ করেন। রোগীদের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।
এই উদ্যোগের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়ার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। তিনি বলেন, “প্রতি বছরের মতো এ বছরও আমরা মেডিকেল ক্যাম্পেইনসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম হাতে নিয়েছি। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।”