শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
এক নজরে :
যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২ যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে আটক-৪ যশোরের শার্শা গোগা সীমান্তে বিজিবির অভিযানে ১০০ পিচ ফেনসিডিল উদ্ধার সাতক্ষীরায় ২ নারীসহ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৮ জন চুড়ান্ত

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় ম্যারাথন দৌঁড় প্রতিযোগীতা

গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সাড়ে ৫ কিলোমিটার পাড়ি দিয়ে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে গিয়ে এই দৌঁড় শেষ হয়।

এ ম্যারাথন দৌড় প্রতিযোগীতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাব থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি এ ম্যারাথন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে উদ্বোধনী দৌড়ে শামিল হন। তার এ উদ্যোগ প্রতিযোগীদের মধ্যে আনন্দ- উদ্দীপনা সৃষ্টি করে।

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী অর্পণ বসু বলেন, ‘এমন আয়োজন তারুণ্যের শক্তি বৃদ্ধির পাশাপাশি আমাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে। জেলা প্রশাসকের অংশগ্রহণ আমাদের জন্য বিশেষ প্রেরণা। এ ধরনের ইভেন্ট কেবল প্রতিযোগিতা নয়, শেখা ও একতাবদ্ধ হওয়ার দারুণ একটি সুযোগ।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের সমাজের বৈষম্য দূর করতে ভূমিকা রাখে। এখানে সবাই একসঙ্গে দৌঁড়ায়, যা তারুণ্যের সমতা ও একতার প্রতিফলন করে। আমি মনে করি, তরুণদের এভাবেই একসঙ্গে কাজ করতে হবে, যাতে একটি বৈষম্যহীন সমাজ গড়ে ওঠে।’

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘তারুণ্যের শক্তিই আমাদের ভবিষ্যৎ। সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা অপরিহার্য। আমি চাই, সাতক্ষীরার তরুণরা কেবল স্থানীয় পর্যায়ে নয়, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের প্রতিভা দেখাক।’

ক্রীড়াপ্রেমীরা এ আয়োজনের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান। সাতক্ষীরা জেলা প্রশাসকও আশ্বাস দেন, তারুণ্যের বিকাশ ও ক্রীড়া প্রসারে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।



Our Like Page