শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

দুর্নীতি মুক্ত ও বৈষম্য মুক্ত দেশ গড়তে আদর্শ ছাত্র রাজনীতির বিকল্প নেই

দক্ষিণ বাংলা ডেস্ক:
শশীভুষন থানার ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ ফয়জুর রহমান মিয়াজী তার এক বক্তব্যে বলেছেন, “দুর্নীতি মুক্ত ও বৈষম্য মুক্ত দেশ গড়তে আদর্শ ছাত্র রাজনীতির বিকল্প নেই।” তিনি মনে করেন, সঠিক নীতি ও মূল্যবোধে পরিচালিত ছাত্র রাজনীতি সমাজের ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বর্তমানে দেশে যে দুর্নীতি ও বৈষম্যের বাস্তবতা দেখা যায়, তা দূর করতে হলে তরুণদের সচেতন ও সঠিক নেতৃত্বের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আদর্শ ছাত্র রাজনীতির মূল লক্ষ্য হলো দেশের সার্বিক উন্নতি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

ছাত্র রাজনীতি তরুণদের নৈতিক শিক্ষা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে। তিনি আরও বলেন, “যদি তরুণরা সঠিক পথে চলতে এবং জাতির উন্নয়নে অংশগ্রহণ করতে উৎসাহী হয়, তবে দুর্নীতি এবং বৈষম্য দূর করা সম্ভব।” তিনি বিশ্বাস করেন যে তরুণ প্রজন্মই জাতির ভবিষ্যৎ এবং তাদের কাঁধে ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুদায়িত্ব রয়েছে।

এছাড়া, তিনি উল্লেখ করেন যে বর্তমান সমাজে নেতিবাচক রাজনীতি এবং ব্যক্তিগত স্বার্থের কারণে দুর্নীতি বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে ছাত্রদের আদর্শ ও সৎ পথে থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা উচিত। তিনি আরও বলেন, “সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো কখনো সহজ নয়, তবে একদিন সেই পথই সকলকে আলোর দিকে নিয়ে যাবে।”

অতএব, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হলে আদর্শ ছাত্র রাজনীতির চর্চা ও সম্প্রসারণ অত্যন্ত জরুরি বলে তিনি অভিমত ব্যক্ত করেন।



Our Like Page