রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
এক নজরে :
বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কসমেটিক্স সামগ্রী আটক সাতক্ষীরায় দুর্গন্ধযুক্ত মাংস জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১

নওয়াপাড়ায় অনিয়মের অভিযোগে আল-মদিনা ক্লিনিক বন্ধ করল উপজেলা স্বাস্থ্য বিভাগ

সেলিম রেজা :
নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার ৪০ দিনের মাথায় যশোর সিভিল সার্জন এর নির্দেশে আল-মদিনা ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্স বন্ধ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (১১ নভেম্বর) দুপুরে অভয়নগর উপজেলার নওয়াপাড়া ক্লিনিক এলাকায় স্বাস্থ্য বিভাগের অভিযান পরিচালনা করে এ সিদ্ধান্ত নেয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৩০ আগষ্ট ২০২৪ তারিখ নবজাতকের মৃত্যুর ঘটনায় ভুক্তোভুগি পরিবারের পক্ষ থেকে আল-মদিনা ক্লিনিক এর অনিয়মের অভিযোগের কথা উল্লেখ করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি লিখিত অভিযোগ দেয়। সেই অভিযোগ হাতে পেয়ে একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ওই তদন্ত কমিটির র্দীঘ তদন্তে ক্লিনিককের বিভিন্ন অনিয়মের প্রমান পায়। তদন্ত কমিটি গত ২০ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন যশোর সিভিল সার্জন বরাবর পাঠায়। তারই ধারাবাহিকতায় সিভিল সার্জন মহদয়ের নির্দেশে আজ এই অভিযার পরিচালনা করা হয়েছে। এবং অনিয়ম দুর না কার পর্যন্ত ক্লিনিকের সকল প্রকার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, নবজাতকের মৃত্যু ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়ে যশোর সিভিল সার্জন ডা. মাহমুদুর হাসান স্যারের নির্দেশে আজ এই অভিযান পরিচালনা করা হয় এবং ক্লিনিক কর্তৃপক্ষকে তাদের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে ভর্তি সকল রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠনো জন্য বলা হয়েছে।
এই অভিযান পরিচালনার সময় অভয়নগর থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগীতা করে।



Our Like Page