স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগরে একটি বিদেশি রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ মো. জসিম সরদার (৪০) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-৩ যশোরের একটি দল রবিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার তালতলা গ্রামের সিরাজকাঠি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাকে। বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম। গ্রেপ্তারকৃত মো. জসিম সরদার সিরাজকাঠি এলাকার মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে।
র্যাব-৬, সিপিসি-৩ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ফ্লাঃ লেঃ মো. রাসেল জানান, অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে মাদক বিকিকিনি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯ টার দিকে অভয়নগর উপজেলার তালতলা গ্রামের সিরাজকাঠি এলাকায় অভিযান চালনো হয়। এ সময় মো. জসিম সরদার নামে এক সন্ত্রাসীকে একটি বিদেশি রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে। এছাড়া তার বিরুদ্ধে যশোরের বেনাপোল থানায় একটি অস্ত্র আইনে মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধরকৃত রিভলবার ও গুলিসহ জসিম সরদারকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে সোমবার বিকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, ‘র্যাবের হাতে একটি বিদেশি রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার মো. জসিম সরদারের নামে মামলা দায়ের হয়েছে। আসামিকে যশোরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’