দক্ষিণ বাংলা ডেস্ক:
নওয়াপাড়া বাজারের উদ্ভূত পরিস্থিতিতে ২১ অক্টোবর সোমবার বেলা ১১ টায় নওয়াপাড়া ইস্টিটিউট অডিটোরিয়ামে “অন্যায় প্রতিরোধ-প্রতিকার ও ব্যবসা বান্ধব নওয়াপাড়া গড়তে আমাদের করণীয়” শিরোনামে পরামর্শ ও মতবিনিময় সভার ডাক দিয়েছে অভয়নগর ইমাম পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ, অভয়নগর থানা শাখা।
পরামর্শ ও মতবিনিময় সভার আহ্বান জানিয়ে হাফেজ মাওলানা গোলাম মওলা সভাপতি, অভয়নগর ইমাম পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ, অভয়নগর থানা শাখা ও মাওলানা মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক, অভয়নগর ইমাম পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ, অভয়নগর থানা শাখা বলেছেন,
আপনি অবগত আছেন যে, গত ৫ আগস্ট (৩৬ জুলাই) ছাত্র-জনতা বিপ্লবের পর অতি স্বার্থান্বেষী ও সুবিধাভোগী একটি মহল নওয়াপাড়া বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করে যাচ্ছে। সদ্য বিদায়ী ফ্যাসিস্টদের মতই মাদক কারবারী, সন্ত্রাসী, চাদাবাজী ও দখলদারিত্মের পথ অবলম্বন করায় ব্যবসায়ী মহলে চরম অস্থিরতা বিরাজ করছে। ফলে নওয়াপাড়ার ব্যবসায়ী মহলসহ সাধারণ জনগন আতংক ও শঙ্কার মধ্যে পড়ছে। সঙ্গত কারণে ব্যবসায়ীদের নিরাপদ ব্যবসা বাণিজ্যের পরিবেশ তৈরি ও উদ্বেগ-উৎকণ্ঠা দূরীভূত করতে অভয়নগর ইমাম পরিষদ আগামী ২১ অক্টোবর ২০২৪ ঈসায়ী সোমবার বেলা ১১.০০ ঘটিকায় নওয়াপাড়া ইস্টিটিউট অডিটোরিয়ামে নওয়াপাড়া বাজারের উদ্ভূত পরিস্থিতিতে “অন্যায় প্রতিরোধ-প্রতিকার ও ব্যবসা বান্ধব নওয়াপাড়া গড়তে আমাদের করণীয়” শিরোনামে পরামর্শ ও মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছে।
অতএব উক্ত সভায় যথাসময়ে আপনার উপস্থিতি একান্ত কাম্য। বিঃ দ্রঃ- হেফাজতে ইসলাম, বৈষম্য রিরোধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বিভিন্ন আন্দোলনে শাহাদাত বরণকারী, প্রহসনের বিচারে মৃত্যুদন্ড প্রাপ্ত ও বিচার বহির্ভূত হত্যাকান্ডের সকল শহীদদের জন্য দুয়া করা হবে। ইনশাআল্লাহ।