স্টাফ রিপোর্টার :
অভয়নগরের নওয়াপাড়ায় সন্ত্রাসীদের হামলায় মতিয়ার রহমান বিশ্বাস ওরফে মতি বিশ্বাস (৪৬) নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার এজাহারনামীয় ২ জন আসামিকে আটক করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নিহতের স্ত্রী রাবেয়া খাতুন মিম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। অভয়নগর থানায় যার মামলা নং-১০। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত আসামিদের মধ্যে এজাহারে উল্লেখ করা ৫ নং আসামি মশরহাটী গ্রামের মিজান এর ছেলে আলাউদ্দিন ও ৬ নং আসামি বুইকারা গ্রামের গরুহাটা এলাকার শাহাদাত এর ছেলে মোকাজ্জেম হোসেনকে গ্রেপ্তার করতে পারেছে থানা পুলিশ। বাকিদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নিহত মতিয়ার রহমান বিশ্বাস উপজেলার মশরহাটী গ্রামের মৃত হাশেম আলী বিশ্বাসের ছেলে ছিলেন। তিনি নওয়াপাড়া নদীবন্দর এলাকায় বিভিন্ন ঘাটে শ্রমিক হিসেবে কাজ করতেন।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, ‘ঘটনার একদিন পর শনিবার দুপুরে নিহত মতিয়ার রহমান বিশ্বাসের স্ত্রী রাবেয়া খাতুন বাদি হয়ে ২০ জনের নামসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের স্বার্থে নামগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। এজাহারে অভিযুক্ত আসামিদের মধ্যে ২ জনকে আটকে করা হয়েছে। বাকিদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মশরহাটী গ্রামে ভৈরব সেতু সংলগ্ন আব্দুল কুদ্দুসের চায়ের দোকানের সামনে দুই বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন মতিয়ার রহমান বিশ্বাস। এসময় হামলাকারি দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে মৃত নিশ্চিত করে এবং তার দুই বন্ধু মো, হালিম ও মনিরুল ইসলাম লিটনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। আহত হালিম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আহত লিটন খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।