রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
এক নজরে :
বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কসমেটিক্স সামগ্রী আটক সাতক্ষীরায় দুর্গন্ধযুক্ত মাংস জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১

নওয়াপাড়ায় ডুয়ার্সের আয়োজনে গণিত ও প্রোগ্রামিং ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
শিল্প, বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ায় ডুয়ার্সের আয়োজনে গত ১৫ ও ১৬ অক্টোবর বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে ৪র্থ রাধা গোবিন্দ চন্দ্র গণিত ও প্রোগ্রামিং ক্যাম্প’  কম্পিউটার লিটল জুয়েলস স্কুলে অনুষ্ঠিত হয় । রাধা গোবিন্দ চন্দ্র গণিত ও প্রোগ্রামিং ক্যাম্পের উদ্দ্যেশ্য অভয়নগরের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের গণিত ও প্রোগ্রামিং অলিম্পিয়াড এর জন্যে প্রস্তুত করা। 

১৭ অক্টোবর উক্ত ক্যাম্পের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নওয়াপাড়া সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয় । উক্ত  ক্যাম্পের  আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন  অনুরাগ চন্দন(কুয়েট) ও ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন রাহিদুজ্জামান নিপুন( খুলনা বিশ্ববিদ্যালয়)  এবং ক্যাম্পে ক্লাস কোয়ার্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেন লিমন হালদার(কুয়েট), মুশফিকুর রহমান(কুয়েট),  রফি আহমেদ(কুয়েট),  অরিত্র সংকর বিশ্বাস(বুয়েট),  আলী আসগর আসিফ(বুয়েট)। জয়ন্ত মুস্তাফি( কুয়েট) এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান স্যার,  কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও পল্লীমঙ্গল আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ খাইরুল বাশার স্যার, কম্পিউটার লিটল জুয়েলস স্কুলের  গণিতের শিক্ষক শিব শঙ্কর মল্লিক স্যার প্রমুখ। এছাড়া ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডুয়ার্সের অন্যান্য সদস্যবৃন্দ। 

সমাপনী অনুষ্ঠানের পূর্বে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের জন্যে ‘ম্যাথ, প্রোগ্রামিং ও ডিবেটিং ক্লাব ‘ তৈরী করা হয়।  এখানে সারাবছর বিদ্যালয়ের শিক্ষকদের সহায়তায়,  ডুয়ার্সের সদস্যদের মেন্টরশিপে ক্লাবগুলো পরিচালিত হবে। 

ডুয়ার্স হল অভয়নগরের এক ঝাঁক উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন। প্রতিবছর ডুয়ার্স ধাবমানদের আড্ডা,  গণিত ও প্রোগ্রামিং ক্যাম্প, বিতর্ক প্রতিযোগিতাসহ শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে।



Our Like Page