স্টাফ রিপোর্টার :
নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ড পাঁচ কবর এলাকায় হযরত আবু বকর রাঃ জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্বোগে গতকাল বাদ আসর এক বিরাট বার্ষিক ওয়াজ মাহফিল মসজিদ আবু বকর রাঃ জামে মসজিদ মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন হযরত আবু বকর রাঃ জামে মসজিদের সন্মানিত সভাপতি ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস- মোল্লা হাবিবুর রহমান (হাবিব), ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রাজঘাট জাফরপুর জামে মসজিদের সন্মানিত ইমাম খতিব মোল্লা হাসান ইকবাল, বিশেষ ব্ক্তা হিসাবে বক্তব্য রাখেন হযরত আবু বকর রাঃ জামে মসজিদের ইমাম, মুফতি হাফেজ মওলানা মাহামুদুল হাসান, মুফতি আব্দুল্লাহ, মুফতি মইনৃল ইসলাম, বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর সভার ২মং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তফা কামাল, আবু বকর রাঃ জামে মসজিদের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মোল্লা, নওয়াপাড়া পৌর যুব জামাত নেতা মোঃ মাসুম বিল্লা, বিশিষ্ট সমাজ সেবক শের আলি মোল্লা, আমিন মাষ্টার, ডাঃ জলিল, প্রমুখ নেতৃবৃন্দ। বার্ষিক এ ওয়াজ মাহফিলের শতশত মানুষের উপস্থিতি দেখা যায়। ওয়াজ মাহফিল শেষে দোয়া মাহাফিল আনুষ্ঠিত হয়।