স্টাফ রিপোর্টার:
ঐতিহ্যবাহী নওয়াপাড়া মডেল কলেজে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এবারের এইচএসসি পরীক্ষায় ৬৫ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর অর্থাৎ ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিলো ৮২ দশমিক ৫৯ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৬ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করে ২৯১ জন। পাস করেছে ১৯০ এবং ফেল করেছে ১০১ জন শিক্ষার্থী।
২০২৩ সালে নওয়াপাড়া মডেল কলেজে জিপিএ-৫ পেয়েছিল ৩৯ জন শিক্ষার্থী।
নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিদুল ইসলাম খান জানান, কলেজের ইতিহাসে সব থেকে খারাপ শিক্ষার্থী ছিল এবছরে। তার জন্য রেজাল্ট একটু খারাপ হয়েছে। কিন্তু এত খারাপ হবে বুঝি নাই। আমার কাছে মনে হচ্ছে কিছু রেজাল্ট ভুল এসেছে। সেগুলা পুনঃ নিরীক্ষা হলে কিছু পাশের হার ও জিপিএ-৫ বাড়তে পারে।
উলেক্ষ মঙ্গলবার বেলা ১১টায় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার আনুষ্ঠানিকভাবে ফলাফলের তথ্য জানান। চেয়ারম্যানের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. বিশ্বাস মোহাম্মদ শাহিন আহমেদ উপস্থিত ছিলেন।