স্টাফ রিপোর্টার:
অভয়নগর উপজেলার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান গেটের সামনে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পৃথক চারটি আবেদন করা হলেও গত এক সপ্তাহে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এদিকে অবৈধ দখলদাররা এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধ উপেক্ষা করে দোকান নির্মাণ করে চলেছে। যা আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের দক্ষিন পাশের প্রাচীর সংলগ্ন রোডস্ এন্ড হাইওয়ে এর জায়গা সম্পূর্ণ অবৈধভাবে দখল করেছে শত শত মানুষের কবরের উপর মাটি ভরাট করেছে মৃত হাসান আলী গাজীর স্ত্রী শারমিন বেগম।
গ্রামবাসির পক্ষ থেকে কাজ বন্ধ করার অনুরোধ করা হয়। তবে তিনি তা অগ্রাহ্য করেন এবং অবৈধ দখলদারিত্ব অব্যাহত রেখেছেন। এতে বিদ্যালয় এলাকায় বখাটেদের আড্ডা বেড়ে যেতে পারে এবং বিদ্যালয়ের সামগ্রিক লেখা-পড়ার পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ: শহিদুল ইসলাম বলেছেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ আমরা পেয়েছি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে এ ব্যাপারে আলোচনা না করতে পারার কারণে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।