মোঃ রায়হান হোসেন, স্টাফ রির্পোটারঃ
নড়াইলের সিংগাশোলপুর ইউনিয়নে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
পহেলা ডিসেম্বর বিকাল ৪ টায় সিংগাশোলপুর ইউনিয়নের গোবরা বাস স্টান্ড চত্ত্বরে হাজারো ইউনিয়ন বিএনপি নেতা কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি গোবরা বাস স্টান্ড হতে প্রধান সড়ক হয়ে গোবরা বাজার প্রদক্ষিণ করে আবারো গোবরা বাস স্টান্ডে এসে জমায়েত হয়।
সেখানে ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান আলেক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ , সেখানে ইউনিয়ন বিএনপির আরো অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সেখানে বক্তব্যে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, এই গোবরা একটি সন্ত্রাসী একালায় পরিপূর্ণ হয়েছে, সিংগাশোল ইউনিয়ন বিএনপির কমিটি যদি এই সন্ত্রাস চাদাবাজের উৎখাত করতে না পারে তাহলে আমরা ভাববো এই কমিটি ব্যর্থ আর ব্যার্থ কমিটি আমরা রাখবোনা।