নড়াইল প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রোমান রায়হান (৩০) গ্রেপ্তার হয়েছেন। বৈষম্যবিরাধী আন্দোলনে ছাত্র-জনতার কর্মসূচিতে হামলা মামলায় র্যাব-১০ ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) সকালে লোহাগড়া থানায় সোপর্দ করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, গোপনে অবস্থান নিশ্চিত হয়ে র্যার ১০এর একটি দল রোমানকে ঢাকার শ্যামলী এলাকা থেকে আটক করে। গত ৪ আগস্ট লোহাগড়া উপজেলার সি অ্যান্ড বি চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলার অভিযোগে ৯ ডিসেম্বর লোহাগড়া থানায় মামলা দায়ের হয়। কাজী ইয়াজুর রহমান বাবু নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের দায়ের করা ওই মামলার এজাহারে রোমান রায়হানের নাম রয়েছে। এদিন দুপুরে তাকে আদালতে তোলা হলে আদালত আসামিকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।