রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
এক নজরে :
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ

নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১

মোঃ রায়হান হোসেন, নড়াইল থেকেঃ
নড়াইলের কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সুলতান মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ কে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা বলে দাবি পরিবারের।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিহত সুলতান মোল্লা উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত আলেক মোল্লার ছেলে।

পুলিশের বরাত দিয়ে জানা যায়,কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল মোল্লা এবং শরিফুল মোল্লা ও সুইট শেখ এর মধ্যে দীর্ঘদিন যাবত স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলমান ছিল।

এরই ধারাবাহিকতায় গতরাতে জামাল মোল্লার সমর্থিত লোকজন শরিফুল ও সুইট সমর্থিত লোকজনের উপর অতর্কিত হামলা করলে শরিফুল ও সুইট সমর্থিত সুলতান মোল্লা গুরুতর আহত হয়।পরবর্তীতে আহত সুলতান মোল্লাকে চিকিৎসার জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে নড়াইল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

পুলিশের বরাত দিয়ে আরও জানা যায়, ২০২১ সালের ইউপি নির্বাচনে জামাল মোল্লা ও শরিফুল মোল্লা পুরুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে এবং জামাল মোল্লা নিকট শরিফুল মোল্লা পরাজিত হয়। সেখান থেকে দু গ্রুপের মধ্য স্থানীয় কোন্দল চলে আসছিল।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম জানান, হত্যার পরে এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল চলমান রয়েছে। যেহেতু গভীর রাতে হত্যার ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এছাড়াও এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখন ওই এলাকার পরিস্থিতি



Our Like Page