Oplus_0
নলিতাবাড়ি প্রতিনিধি:
নালিতাবাড়ীর ১০ নং যোগানিয়া ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড এর বাসিন্দা শ্রী শান্ত চন্দ্র সরকার তার নিজ হিন্দু ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।তিনি যোগানিয়া ইউনিয়ন এর পশ্চিম কাপাশিয়া (জালুপাড়া) গ্রামের পিতা শ্রী নারারণ চন্দ্র সরকার এবং মাতা শ্রীমতি কল্পনা রাণীর সন্তান। তিনি ফেসবুক লাইভে এসে বলেন যে আমি সদিচ্ছায় সজ্ঞানে কোনরকম জোরজবরদস্তি ছাড়া নিজের ইচ্ছায় ইসলামের প্রতি বিশ্বাস ও আল্লাহ রাব্বুল আল-আমীনের প্রতি বিশ্বাস রেখে আমার নিজ হিন্দু ধর্ম ত্যাগ করে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।তিনি আরও বলেন যে ইসলাম ধর্ম অনুযায়ী আমার নাম মোঃ আব্দুলাহ আল সুফিয়ান। সবশেষে সবার কাছে এই দোয়া চান যে পরবর্তীতে তিনি যেন আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারেন।