স্টাফ রিপোর্টার:
অভয়নগরে চাঁদার দাবিতে নওয়াপাড়া তালতলা বাজাৃরের এসএ এন্টারপ্রাইজের অফিস ও গোডাউনে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে একজন পুলিশ সদস্য ও সাবেক কাউন্সিলরসহ ১১ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার সিরাজকাটি গ্রামের ব্যবসায়ী আকরাম হোসেন এই মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন যশোর সদর উপজেলার সাখারিগাতি গ্রামের পুলিশ সদস্য মশিউর রহমান ও তার স্ত্রী সাবিয়া আক্তার, অভয়নগরের একতারপুর গ্রামের লিটন ফারাজী ও তার ছেলে অনিক ফারাজী, মৃত হালিম ফারাজীর ছেলে সাবেক কাউন্সিলর রেজা ফারাজী, মৃত আরশাদ আলীর ছেলে হাবিব সরদার, ইব্রাহিম তরফদারের ছেলে খোকন তরফদার, মৃত চান্দা শেখের ছেলে নাসির শেখ, মতিয়ার শেখের ছেলে শফিয়ার শেখ এবং কামরুল তরফদারের ছেলে জিহাদ তরফদার।
মামলার অভিযোগে জানা গেছে, আকরাম হোসেন পৈত্রিক সূত্রে প্রাপ্ত নওপাড়ার তালতলা বাজারের জমিতে অফিস ও গোডাউন তৈরি করে চাল, খৈল, ভুসি, সার, কয়লা ও পাথর আমদানি ও রপ্তানির ব্যবসা করে আসছেন। দীর্ঘদিন ধরে আসামি সাবিয়া আক্তারের সাথে তার বিরোধ চলে আসছিল। এর জের ধরে পুলিশ সদস্য মশিউর রহমান ও সাবেক কাউন্সিলর রেজা ফারাজি এক লাখ টাকা চাঁদা দাবি করেন আকরাম হোসেনের কাছে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় মশিউর ও রেজা ফারাজীর নেতৃত্বে ২০২৩ সালের ২ সেপ্টেম্বর সকালে অপর আসামিরা তালতলা বাজারের এসএ এন্টারপ্রাইজের অফিসে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ক্যাশবাক্সে থাকা দুই লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেন। এরপর আসামিরা গোডাউনে হামলা করে ভাংচুর ও দুই হাজার বস্তা চাল (যার দাম ৫৬ লাখ টাকা) লুট করে ট্রাকে নিয়ে যান। আসামিরা সরকার দলীয় প্রভাবশালী হওয়ায় ঘটনার সময় মামলা করা সম্ভব হয়নি। বর্তমানে পরিবেশ অনুকূলে আসায় তিনি আদালতে এ মামলা করেছেন।