আতিকুর রহমান সাগর :
দেশের উচ্চশিক্ষা প্রসারে সময়োপযোগী শিক্ষাদানের ব্রত নিয়ে বাংলাদেশ সরকার ও ইউজিসির অনুমোদনক্রমে ২০১৪ সালে যাত্রা শুরু করে বর্তমানে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এফআইইউ)। সময়োপযোগী জ্ঞানভিত্তিক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য এফআইইউ আউটকাম বেজড কারিকুলাম, পরিশুদ্ধ শিক্ষা পদ্ধতি এবং আধুনিক ল্যাবরেটরির সংযোজন করেছে। বিশ্ববিদ্যালয়ের ইন্টিগ্রেটেড রিসার্চ ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্টের (আইআরআইআইডি) মাধ্যমে নতুন নতুন গবেষণা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্তমানে কলা, ব্যবসায় প্রশাসন, আইন, বিজ্ঞান ও প্রকৌশল এই ৫টি ফ্যাকাল্টির অধীনে ১৭টি বিষয়ে শিক্ষাদান করা হয়।
ক) কলা অনুষদ: ১। বিএ (অনার্স) ইন ইংলিশ, ২। এমএ ইন ইংলিশ, ৩। বিএ (অনার্স) ইন ইসলামিক স্টাডিজ, ৪। এমএ ইন ইসলামিক স্টাডিজ।
খ) আইন অনুষদ: ১। ব্যাচেলার অব ল (অনার্স) ২। মাস্টার্স অব ল।
গ) ব্যবসায় অনুষদ: ১। বিবিএ, ২। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ৩। এমবিএ, ৪। ইএমবিএ।
ঘ) প্রকৌশল অনুষদ: ১। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ২। বিএসসি ইন ইইই, ৩। বিএসসি ইন সিএসই, ৪। এমএসসি ইন সিএসই, ৫। বিএসসি ইন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ৬। ব্যাচেলার অব আর্কিটেকচার।
ঙ) বিজ্ঞান অনুষদ: ১। এমএসসি ইন কেমিস্ট্রি, ২। এমএসসি ইন সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট, ৩। মাস্টার্স অব পাবলিক হেলথ।
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যাত্রা খুব বেশি দিনের না হলেও এখানকার গ্র্যাজুয়েটরা বিসিএস, সহকারী জজসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, মাল্টিন্যাশনাল কোম্পানি ও এনজিওতে কর্মরত থেকে যোগ্যতার স্বাক্ষর রেখে আসছেন। অনেক শিক্ষার্থী গ্র্যাজুয়েশন শেষ করে বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হচ্ছেন। ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগামী বিশ্বের ভিন্নতর প্রযুক্তিগত পরিমণ্ডলে অবদান রাখার জন্য বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ল্যাব প্রতিষ্ঠা (এআই ল্যাব) করেছে। সময়োপযোগী জ্ঞানভিত্তিক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য এফআইইউ আউটকাম বেজড কারিকুলাম, পরিশুদ্ধ শিক্ষা পদ্ধতি এবং আধুনিক ল্যাবরেটরির সংযোজন করেছে। বিশ্ববিদ্যালয়ের ইন্টিগ্রেটেড রিসার্চ ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্টের (আইআরআইআইডি) মাধ্যমে নতুন নতুন গবেষণা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্লাব রয়েছে যেমন- ল ক্লাব কম্পিউটার ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেট ক্লাব, স্পোর্টস ক্লাব, ব্লাড ডোনেশন ক্লাব, বিজনেস ক্লাব, ফটোগ্রাফি ক্লাব ইত্যাদি। ব্লাড ডোনেশন ক্লাব নিয়মিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে আসছে। এফআইইউ ফুটবল দল ফারাজ গোল্ডকাপ টুর্নামেন্টে একবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্সআপ ও বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে রানার্সআপ এবং এ বছর অনুষ্ঠিত ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে। এফআইইউ প্রতি বছর শিক্ষার্থীদের জন্য বনভোজন ও কালচারাল প্রোগ্রাম আয়োজন করে আসছে।
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বর্তমানে বনানীতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ঢাকার উত্তরার ১৬ নম্বর সেক্টরে এ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সুদৃশ্য এ ক্যাম্পাসে সব বিভাগের প্রয়োজনীয় ল্যাব, লাইব্রেরি, কমন রুম, ইনডোর গেম, ক্যান্টিন রয়েছে। স্থায়ী ক্যাম্পাসটি উত্তরা (উত্তর) মেট্রোরেল স্টেশনের কাছেই অবস্থিত। ২০২৪ সালের মধ্যেই এফআইইউ স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করবে। এফআইইউয়ের স্থায়ী ক্যাম্পাসকে আধুনিক প্রযুক্তিগত সুবিধার সমন্বয়ে একটি স্মার্ট ক্যাম্পাসে পরিণত করার প্রয়াসে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।
বেশিরভাগ অভিভাবকের ধারণা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার অনেক খরচ। এখানে শুধু বিত্তবানের সন্তানরাই পড়ালেখার সুযোগ পায়- এ ধারণাটি এফআইইউর জন্য সত্য নয়। এফআইইউ সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ দিতে দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে টিউশন ফি নির্ধারণ করেছে। এফআইইউর মূল লক্ষ্য স্বল্পব্যয়ে আধুনিক শিক্ষার সুযোগ দিয়ে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করা। এখানে মেধাবী শিক্ষার্থীদের জন্য একাডেমিক রেজাল্টের ওপর ভিত্তি করে ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ ও মেয়েদের উচ্চশিক্ষায় সুযোগ করে দিতে বিশেষ স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। কোনো শিক্ষার্থী এসএসসি এবং এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে এফআইইউতে ভর্তি হলে শতভাগ স্কলারশিপ পাবে।
বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয়ের ডীন ড. মাহমুদুল হাসান বলেন, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজ থেকে আগত নবীন ছাত্র – ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। এই বিশ্ববিদ্যালয়ে ৫ টি ফ্যাকাল্টির আন্ডারে বেশ কিছু সাবজেক্ট রয়েছে। এখানে স্বল্প খরচে ভালো পড়াশোনা করানো হয়। এখানে বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা আছে তাছাড়া জিপিএ – ৫ প্রাপ্তদের এখানে বিনা মূল্যে অধ্যয়ন করানো হয়। তিনি এ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে।