আতিকুর রহমান সাগর :
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও গবেষণামূলক আগ্রহ বৃদ্ধি এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিস্তৃত ক্ষেত্রে নেতৃত্ব তৈরির উদ্দেশ্যে এফআইইউ কম্পিউটার ও ইঞ্জিনিয়ারিং ক্লাব-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি দায়িত্বপ্রাপ্ত হয়ে ক্লাবের কার্যক্রম পরিচালনা, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিষয়ে বিভিন্ন কর্মশালা এবং প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও পেশাগত দক্ষতা বিকাশে কাজ করবে।
ক্লাবের কমিটি নিম্নরূপ:
কার্যনির্বাহী কমিটি-
-চেয়ারম্যান: ফাতিমাতুজ জোহরা
-ভাইস চেয়ারম্যান(ক্রিয়াকলাপ):মোঃ আশিকুর রহমান।
উপ নির্বাহী কমিটি-
-কনটেন্ট রাইটিং ও পাবলিকেশন :গুলে জান্নাত আফরোজ।
-কনটেন্ট রাইটিং ও পাবলিকেশন:নওরিন স্নিগ্ধা।
-পাবলিক রিলেশন্স:মোশারফ ইসলাম।
-পাবলিক রিলেশন্স:সৈয়দ নাজমুল হাসান।
-ইভেন্ট ও ম্যানেজমেন্ট:মোঃ হাসিবুল ইসলাম শান্ত
-ইভেন্ট ও ম্যানেজমেন্ট:জাহাঙ্গীর আলম।
-গ্রাফিক্স ডিজাইন :মোঃ শাখাওয়াত হোসাইন
-গ্রাফিক্স ডিজাইন : আহাদ আলী
-মিডিয়া ও প্রমোশন :মোঃ মোকসুল মিনার।
-মিডিয়া ও প্রমোশন : আরিফুর রহমান সাকিব।
-ফিনান্স:মোঃ সাজ্জাদ হোসাইন।
-ফিনান্স: ফারুক হোসেন
-লজিস্টিক ও অপারেশন : ফয়সাল আহাম্মেদ
-লজিস্টিক ও অপারেশন :শামসুদ্দোহা রানা।
উল্লেখ্য, এফআইইউ কম্পিউটার ও ইঞ্জিনিয়ারিং ক্লাবের এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকবৃন্দ কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, এই কমিটি উদ্ভাবনী প্রকল্প এবং নেতৃত্বমূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চতর জ্ঞানচর্চার সুযোগ করে দেবে।