মেহেদী হাসান:
খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা বাজারে আজ ১৫ অক্টোবর দুপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এক পথসভা অনুষ্ঠিত করেছে। পথসভায় নেতৃবৃন্দ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা তুলে ধরেন সাধারণ মানুষের মধ্যে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, সহ সাংগঠনিক সম্পাদক তৈহিদুল ইসলাম টিটো, সমাজ কল্যান সম্পাদক মামুন হাসেমী, ফুলতলা থানা বিএনপি’র আহবায়ক আবুল বাশার, সদস্য সচিব মনির হাসান টিটো, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা ছাত্র দলের সহ সভাপতি হুমায়ুন কবির রুবেল।
এসময় আর উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক টিটো জমাদ্দার, সদস্য সচিব আলমগীর হোসেন, ফুলতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মইন উদ্দিনসহ অনেকেই।