বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার ‘সাথী সমাবেশ-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল জাহিদুল ইসলাম।মহানগর সভাপতি আলাউদ্দিন আবিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি হেলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড.শফিকুল ইসলাম মাসুদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সভাপতিবৃন্দ।