শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট অভয়নগর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

‎বিশেষ প্রতিনিধি :
‎বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট অভয়নগর উপজেলা শাখার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সুজিত সরকারকে আহবায়ক ও আশীষ নন্দীকে সদস্য সচিব করে মোট ৫৩ সদস্যের এই আহবায়ক কমিটি সম্প্রতি অনুমোদন দেওয়া হয়। গত ১২ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির সভাপতি অর্পণা রায় দাস ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর যৌথ স্বাক্ষরে অনুমোদিত এ কমিটির কার্যক্রমে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।
‎নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিকাশ রায়। এছাড়া যুগ্ম-আহবায়ক পদে রয়েছেন পরিমল কুন্ড, কনক দও, কালিদাস সরকার, অসীত ঘোষ, সঞ্জয় কুমার সেন, শান্ত ব্যানাজী ও মিহির ঘোষসহ একাধিক সমাজকর্মী ও ধর্মীয় সংগঠক।
‎অভয়নগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে পূজা উদযাপন ফ্রন্ট একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে এখানে পূজা উদযাপন, ধর্মীয়-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন কমিটি গঠনের ফলে স্থানীয় পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংগঠনের নেতারা মনে করছেন।
‎এ প্রসঙ্গে নবনিযুক্ত আহবায়ক সুজিত সরকার বলেন, “কেন্দ্রীয় কমিটি আমাদের যে দায়িত্ব দিয়েছে তা সঠিকভাবে পালনে আমরা অঙ্গীকারবদ্ধ। ধর্মীয় সম্প্রীতি রক্ষা, পূজা উদযাপন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করাই আমাদের মূল লক্ষ্য।”
‎এদিকে অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, যেহেতু অভয়নগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের জেলা কমিটি এখনো গঠন হয়নি, তাই কেন্দ্রীয় কমিটি সরাসরি উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন করেছে। জেলা কমিটি গঠনের পর এটি সমন্বয় করা হবে।
‎স্থানীয় বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এর মাধ্যমে অভয়নগরে হিন্দু সম্প্রদায়ের সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচিত হবে।



Our Like Page