স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুধবার (২৬মার্চ) ৬ নং বাঘুটিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, যশোর জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল ইসলাম বাবুল, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, অভয়নগর উপজেলা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব ইউনুছ আকুঞ্জি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, এবং জনাব মামুন মোড়ল, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৬ নং বাঘুটিয়া ইউনিয়ন।
অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য ও ইসলামী শ্রমনীতি নিয়ে আলোচনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
এ সময় স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।