শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
এক নজরে :
শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক

বাহাদুরপুরে কবর জিয়ারত, লিফলেট বিতরণ ও গণসংযোগে সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ
২৩ অক্টোবর ২০২৫, বিকালে শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলামের কবর জিয়ারত করেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ মফিকুল হাসান তৃপ্তি।

কবর জিয়ারত শেষে তিনি বাহাদুরপুর বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে উঠান বৈঠক করেন। পরবর্তীতে তিনি একই ইউনিয়নের শাঁখারিপোতা বাজারে গণসংযোগে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান বাবু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান আতা,

বেনাপোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাহেব আলি, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান,
বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু।

যশোর জেলা যুবদলের আহবায়ক ইমদাদুল হক ইমদাদ এবং শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু।

উঠান বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “তারেক রহমানের ৩১ দফা জনগণের মুক্তির রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে জনগণের অধিকার ফিরে আসবে, দুর্নীতি-দুঃশাসনের অবসান ঘটবে।”

তিনি আরও বলেন, “ধানের শীষ প্রতীক যার হাতে তুলে দেবেন তারেক রহমান, তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের বিজয়ই জাতীয় মুক্তির বিজয়।



Our Like Page