চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মাসে তিনটি টাস্কফোর্স অভিযানের নির্দেশনা দিয়েছেন। অভিযান পরিচালনা তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া তিনি জীবননগর বাজার কমিটি গঠন, যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা, চুয়াডাঙ্গা-কালীগঞ্জ রুটে সরাসরি বাস চলাচল ও জমির নামজারির জট নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন এসব নির্দেশনা ও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সভায় সভাপতিত্ব করেন তিনি।
এদিকে সভায় জীবননগর পৌর কিন্ডারগার্টেন সহকারী শিক্ষক সুজন হত্যার বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, আমি জীবননগর থানায় চলতি মাসের ৬ তারিখে যোগদান করেছি। সেই দিনই সুজন নিখোঁজ হয়েছিল। আর ৮ তারিখে সম্ভবত থানায় নিখোঁজের জিডি হয়েছে। তবে পরিবার থেকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। সম্প্রতি যে লাশের কঙ্কাল উদ্ধার করা হয়েছে, সেটির হাতে লাগানো রড ও শরীরের গঠন দেখে সুজন বলে নিশ্চিত করেছে পরিবার। আমরা তদন্তে অনেক তথ্য পেয়েছি। দুই-একদিনের মধ্যেই আমরা রহস্য উদ্ঘাটন করতে পারব। তদন্তের স্বার্থে আমরা এর থেকে বেশিকিছু জানাতে পারছি না। এদিকে একই দিন জীবননগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এসব সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন। উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসের বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসের মোড়ল, উপজেলা প্রকৌশলী মো. মাহবুবউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, সাংবাদিক রিপন হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।