শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

বিশ্ব ভ্রমনের স্বপ্ন নিয়ে বাইসাইকেল চালিয়ে ভারত ভ্রমন শেষে বাংলাদেশে এসেছেন পর্তুগাল নারী

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
বিশ্বের ইতিহাস,ঐতিহ্য নিজ চোখে উপভোগ করতে বিশ্ব ভ্রমনের স্বপ্ন নিয়ে বাইসাইকেল চালিয়ে ভারত ভ্রমন শেষে বাংলাদেশে এসেছেন পর্তুগাল নারী মারা আলেকজান্ডার পারদোসা মারটুইস। রোববার দপুরে তিনি ভারতের পেট্রাপোল চেকপোষ্ট হয়ে বেনাপোল চেকপোষ্টে আসেন। এসময় বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ,কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ তাকে অর্ভ্যথনা জানিয়ে ভ্রমন সম্পর্ক্যে তথ্য দর্শনীয় স্থানের নানান তথ্য দেন। বাংলাদেশি মানুষের আতিয়তায় মুগ্ধ এ বিদেশিনী বলেন বাংলাদেশ সম্পর্র্ক্যে বিভিন্ন জন তাকে ভীতিকর তথ্য দিলেও তিনি সাহস নিয়ে আসেন। একজন নারীর একাকি বিদেশ ভ্রমনের এমন সাহস অবাক করে সীমান্ত বাসীদের।

বাংলাদেশের রয়েছে গৌরবময় ইতিহাস,ঐতিহ্য। তাই ভ্রমন পিপাসু মানুষের কাছে দেশটি খুব প্রিয়। প্রতিবছর দর্শনীয় স্থান দেখতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসেন এদেশে। ২৮ বছর বয়সি পর্তুগাল নারী

মারা আলেকজান্ডার পারদোসা মারটুইসের জন্ম পর্তুগালে। ছোট বেলা থেকে ভ্রমন ও ছবি আঁকা তার নেশা। সেই স্বপ্ন থেকে সাহস জুগিয়েছে বিশ্ব ভ্রমনের। ২০২২ সালের ৩ ফেব্রুয়ারিতে বিশ্ব ভ্রমনের উদ্তেশ্যে ঘর ছাড়েন তিনি। রোববার সকালে ভারত ভ্রমন শেষে বেশ আনন্দ উচ্ছাস দিয়ে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখেন। এসময় তাকে অর্ভথনা জানাতে শুন্য রেখায় ছুটে আসেন ইমিগ্রেশন,বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। বাংলাদেশি মানুষকে কাছে পেয়ে আবেক আফ্লুত হয়ে জড়িয়ে ধরেন এ বিদেশিনী । স্মৃতি ধরে রাখতে এসময় ইমিগ্রেশন চত্বরে পড়ে যায় সেলফি তোলার হিড়িক। বিদেশিনি বলেন, বাংলাদেশি মানুষের আতিয়তা তাকে মুগ্ধ করেছে। এ স্মৃতি সব সময় তার মনে থাকবে।

বাংলাদেশ আসার আগে এপর্যন্ত ৪৭টি দেশ ভ্রমন শেষ করেছেন মারা আলেকজান্ডার পারদোসা মারটুইস।



Our Like Page