বিষাক্ত ভালবাসা
মহসিন আলম মুহিন
মন পোড়ে শুধু মিছে মায়ায়-
অদ্ভুদ এক বিষাক্ত ভালবাসায়
পাজড় ভাঙ্গে দম আটকায়,
তবুও তারে ছাড়া নাহি যায়।।
তৈলাক্ত বাঁশ বেয়ে নামা উঠায়-
কত হাসিল হবে অংকের কোঠায়
মনে হয়, গরমিলেই ভরে থাকে-
হিসাব মেলে না জীবনের বাঁকে।।
মোচড় খায়, দুষ্ট ভালবাসার পথ-
টুকরো টুকরো আকাঙ্ক্ষা-শপথ,
হাহাকারে ভাসে বুক, অপূর্ণতা-
নীল রঙে পূর্ণ-বিষাক্ত ভালবাসা।।