রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
এক নজরে :
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ

বেনাপোলের প্রভাতী সংঘের কার্য্যলয়টি তাদের দখলেই আছে  ছাত্রদল বা যুবদলের দখলে নয়

বেনাপোল প্রতিনিধিঃ
যশোরেরে বেনাপোল স্থলবন্দর সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন প্রভাতী সংঘের কার্য্যলয় ছাত্রদল ও যুবদল কর্মিরা দখল নিয়েছে এ শিরোনাম একটি সংবাদ গত ২২ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইনে প্রকাশ হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা ও বানোয়াট। এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রভাতী সংঘের বর্তমান প্রস্তাবিত কমিটির সাধারন সম্পাদক।
প্রভাতী সংঘের বর্তমান প্রস্তাবিত কমিটির সাধারন সম্পাদক রাশেদুর রহমান রাশু জানান, সামাজিক ও সাংস্কৃতিমনা মানুষের চেষ্টায় ১৯৭২ সালে বেনাপোল স্টেশনে রোডে প্রভাতী সংঘ নামে একটি সামাজিক সংগঠন গড়ে ওঠে। যার রেজিঃ নম্বর ১০১/৭৬।
সে সময় বেনাপোল বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক কাওসার আলী ও আতাহার আলী সারের সম্বন¦য়ে গঠিত কমিটি এ সংঘটি পরিচালনা করতেন। সর্বশেষ সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন ও মোস্তাফিজজোহা সেলিমের সম্বন্বয়ে গঠিত কমিটি প্রভাতী সংঘটি পরিচালনা করে আসছিলেন।
সেই কমিটির মেয়াদও ২০১৮ সালে শেষ হয়ে গেছে। বর্তমানে একটি প্রস্তাবিত কমিটির সদস্যরা প্রভাতী সংঘের জরাজীর্ন কার্য্যলয়টি সংস্কার করার কাজ করছিলেন। এ অবস্থায় মাঝে মাঝে সন্ধার দিকে কমিটির সদস্যদের নিয়ে আমরা সেখানে বসতাম। কিন্ত গত ২২ সেপ্টেম্বর সাংস্কৃতিক সংগঠন প্রভাতী সংঘের কার্য্যলয় ছাত্রদল ও যুবদল কর্মিরা দখল নিয়েছে এ শিরোনাম একটি সংবাদ দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইনে প্রকাশ হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা ও বানোয়াট।
একটি কুচক্রি মহল আমাদের প্রভাতী সংঘটি নিয়ে রাজনীতি করছেন এতে আমাদের এলাকার সামাজিক মানুষের মানসন্মান ক্ষুন্য হচ্ছে এবং এলাকায় অস্থিরতা সৃষ্টি হচ্ছে। আমাদের প্রভাতী সংঘটি কোন রাজনৈতিক দলের নিয়ন্তনে আগেও কখনও ছিলনা। বর্তমানেও কোন রাজনৈতিক দলের নিয়ন্তনে পরিচালিত হচ্ছেনা। এটা একটি স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন। বিভিন্ন মতাদর্শের মানুষ ও সমাজসেবীদের সমম্বয়ে গঠিত কমিটি সংঘটি পরিচালনা করে থাকেন। প্রভাতী সংঘের নতুন করে সংস্কার করা কার্যলয়টি আগেও প্রভাতী সংঘের দখলে ছিল এখনো প্রভাতী সংঘের দখলে আছে। কার্যলয়ে এখনো কোন চেয়ার টেবিল বা কোন আসবাবপত্র রাখা হয়নি।
গত ২২ সেপ্টেম্বর সাংস্কৃতিক সংগঠন প্রভাতী সংঘের কার্য্যলয় ছাত্রদল ও যুবদল কর্মিরা দখল নিয়েছে এ শিরোনাম যে সংবাদ দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইনে প্রকাশিত হয়েছে সংবাদটি মিথ্যা ,বানোয়াট ও মনগড়া।
শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা জানান, আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা আছে কোন নেতাকর্মীরা কোন দখল বাণিজ্য ও চাঁদাবাজির সাথে কেউ জড়িত থাকতে পারবে না। আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী শার্শা উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেভাবেই কাজ করে যাচ্ছেন। শার্শা উপজেলা বিএনপি যুবদল বা ছাত্রদলের কোন নেতা কর্মীরা এ ধরনের দখল বাণিজ্যের সাথে জড়িত নয়। একটি কুচক্রীমল আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের অপপ্রচার করছেন।



Our Like Page