শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

বেনাপোলে প্যানেল চেয়ারম্যান এর বাড়ি বোমা হামলা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল:
বেনাপোলে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর ছিদ্দিকীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুবৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অপরাধীদের দ্রুত আটক করার দাবি জানিয়ে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইন শৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার ভোরে প্যানেল চেয়ারম্যান আলমগীর ছিদ্দিকীর গাতিপাড়ার বসতবাড়িতে এ বোমা হামলা চালানো হয়।

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি নুরুজ্জামান লিটন বলেন,স্বৈরাচার বিরোধী আন্দোলনে আ,লীগ সরকার ও তার অনুসারীরা দেশ ছাড়া হলেও তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। বিভিন্ন কর্মকান্ডর মাধ্যমে অন্তবর্তীকালিন সরকারকে বিব্রত ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে কাজ করছে এ চক্রটি। বোমা হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর ছিদ্দীকি সুস্থ্য ধারার রাজনীতি চর্চা করে আসছে। দেশের মানুষের ভোটে অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রামে গুরুত্বর্পূণ ভুমিকা ছিল তার। তাকে হত্যার উদ্দেশ্যে আ’লীগের ষড়যন্ত্রকারীরা এ হামলা চালিয়েছে। এসব অপরাধীদের চিহ্ণিত করে দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন এ কেন্দ্রীয় নেতা।

প্যানেল চেয়ারম্যান আলমগীর সিদ্দিকি বলেন, বিগত আওয়ামী সরকারের আমলেও আমি এই ইউনিয়নে বার বার ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি। জনগনের কল্যানে আমি কাজ করায় একটি মহল বিশেষ করে আওয়ামী সন্ত্রাসীরা আমার কর্মকান্ডকে পছন্দ করছে না। তারা আমার বাড়িতে বোমা বিস্ফোরন ঘটিয়ে আতঙ্কর সৃষ্টি করছে। এরা সীমান্ত সংলগ্ন গ্রাম হওয়ায় অপরাধ মুলক কাজ করে আবার ভারতে পালিয়ে যায়। শক্তিশালী বোমা বিস্ফোরনের ঘটনায় এলাকার মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে।

বেনাপোল পোর্ট থানা ওসি মোঃ রাসেল মিয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, বোমা হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওয়াতায় আনার আশ্বস্থ করেন তিনি।

এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়ে দোষিদের চিহিৃত করে আইনের আওয়াতায় এনে শাস্তির দাবি তুলেছেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন,সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান,উপজেলা যুবদলের আহবাহক মোস্তাফিজ্জোহা সেলিম, পৌর যুবদলের আহবাহক মোস্তাফিজুর রহমান বাবু,ুছাত্র দলের সভাপতি মো:শরিফুল ইসলাম চয়ন,পৌর ছাত্রদলের আহবাহক আরিফ হোসেন প্রমুখ।



Our Like Page