শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবকদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার ২০ আগস্ট বিকেলে দিবসটি উপলক্ষ্যে যশোর-কোলকাতা প্রধান সড়কের উপর বেনাপোল বাজার থেকে কাস্টম হাউস গেটের সামনে পর্যন্ত এক র‌্যালি প্রদক্ষিণ হয়।

এসময় স্বেচ্ছাসেবকদলের দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে বেনাপোল বাজার এলাকা।

পরে, র‌্যালীটি বেনাপোল বাজারে নূর সপিং কমপ্লেক্সের সামনে এসে পথসভায় রুপ নেয়। বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ র‌্যালী ও পথসভায় বিপুল মানুষের সমাগম ঘটে।

বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদাণ করেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন বেনাপোল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ¦ মোঃ মেহেরুল্লাহ মেম্বার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান আক্তার, যুবদলের আহবায়ক মোঃ মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু পৌর ছাত্রদলের তুহিন, সনি, মহসিন, শাওন প্রমুখ।

পথসভায় বক্তারা- গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার আদায়ে স্বেচ্ছাসেবক দলের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন। বলেন, তারা- অতীতে যেমন রাজপথে ছিল, ভবিষ্যতেও তেমনি আন্দোলনের অগ্রভাগে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।



Our Like Page