শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

বেনাপোলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
বেনাপোলে’ আধুনিক বাংলাদেশের স্থপতি’ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এঁর ৪৪ তম শাহাদাত বার্ষিকী গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে পালিত হয়েছে।

শুক্রবার বিকেলে বেনাপোল পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়।

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের শুরুতে বিএনপির দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর দলীয় নেতাকর্মীরা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ শামছুর রহমান, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, যুগ্ম সাধারন সম্পাদক মামুনুর রশিদ, শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, বিএনপি নেতা সাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কবু বলেন, স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, “জিয়াউর রহমান ছিলেন এক দূরদর্শী নেতা। তিনি শুধু একজন সফল রাষ্ট্রপ্রধানই ছিলেন না, বরং একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা হিসেবেও তার অবদান অবিস্মরণীয়। তার দেখানো পথেই বিএনপি আজ জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেন, “জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন আমাদের সবসময় অনুপ্রাণিত করে। তার উন্নয়নমূলক কর্মকন্ড এবং গণতন্ত্রের প্রতি অবিচল আস্থা বিএনপি কর্মীদের জন্য পাথেয়।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার এবং তার নীতি ও আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব।
আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের কর্মময় জীবন এবং দেশের প্রতি তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও, স্থানীয় মসজিদগুলোতে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়া, শার্শা উপজেলার বিভিন্ন প্রান্তে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।



Our Like Page