বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
এক নজরে :
অভয়নগরে তরিকুল ইসলামের ৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত তরিকুল ইসলাম নেতা কর্মীদের কাছে ছিলেন একজন মহান নেতা – মফিকুল হাসান তৃপ্তি বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শার উলাশী ইউনিয়নের কন্যাদাহে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ তম মৃত্যু বার্ষিকী পালিত নিজামপুরে বিএনপির বর্ষীয়ান নেতা সাহাজান আলি আলালের ইন্তেকাল -জানাজায় শোকের ছায়া না ফেরার দেশে চলে গেলেন শার্শার উলাশীর বিএনপির কর্মী আব্দুল ওহাব যশোরে ডিবির অভিযানে ৩৫০০ পিচ ইয়াবাসহ আটক-১ যশোরের ৫টি আসনে বিএনপির যারা মনোনয়ন পেলেন ৮৮ যশোর ৪ আসনে বিএনপির প্রার্থী টিএস আইয়ুব যশোর-১ (শার্শা) আসনে মনোনয়ন পেয়ে আনন্দ-উল্লাস থেকে বিরত থাকার আহবান তৃপ্তির

বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

মঙ্গলবার ( ০৪ নভেম্বর) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল, মাসিলা বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, শাল চাদর এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৮৫,০০০/-(পঁচাশি হাজার) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।



Our Like Page