শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
এক নজরে :
যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২ যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে আটক-৪ যশোরের শার্শা গোগা সীমান্তে বিজিবির অভিযানে ১০০ পিচ ফেনসিডিল উদ্ধার সাতক্ষীরায় ২ নারীসহ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৮ জন চুড়ান্ত

বেনাপোলে ৪ কেজি গাজা এবং গ্রেফতার পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার মোট ১৩ জন আটক

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোলে ১৩ জন আসামি আটক এবং ৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পোর্ট থানার অভিযানে ৭ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও ৬ জন নিয়মিত মামলার আসামি গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

সোমবার ভোরবেলা থেকে বিকাল ৫ টা পর্যন্ত থানার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এ আসামি আটক ও গাজা উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলো:- ভবেরবেড় গ্রামের ১, অহেদ আলীর ছেলে রহমত আলী (৩৩) ২, পোড়াবাড়ি গ্রামের নুর হোসেন এর ছেলে মেছের আলী.৩, ভবেরবেড় গ্রামের মফিজুর এর ছেলে রাজু (২৬) ৪, রঘুনাথপুর গ্রামের নুর ইসলাম এর ছেলে হৃদয় হাসান (২১) ৫, মানকিয়া গ্রামের মহর আলীর ছেলে মোসলেম মোড়ল (৪৫) ৬, একই গ্রামের মোসলেম মোড়ল এর স্ত্রী আতুয়ারা বেগম (৪০) ৭, ধান্যখোলা গ্রামের ফরমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫)।

নিয়মিত আসামিরা হলো নড়াইল জেলার পাচকাউনিয়া গ্রামের ৮, আনেজ আলী বিশ্বাস এর ছেলে আসলাম বিশ্বাস (৩৯) ৯,একই গ্রামের নুর ইসলামের ছেলে সিদ্দিক বিশ্বাস (২৪) ১০, মনির হোসেন এর স্ত্রী রুমা বেগম (৩২) ১১, আসলাম বিশ্বাস এর মেয়ে শাহনাজ বেগম (৩৬) ১২, তেরখাদা উপজেলার শরীফ মিয়ার ছেলে হাসমত শরীফ (৩৬) ১৩, কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের ওসমান গনির ছেলে তোতা মোল্লা (৫৩)।

এসময় বেনাপোল আন্তর্জাতিক বাস টার্মিনালে অভিযান চালালে বিআরটিসির (ঢাকা মেট্রো-ব ১৫-৬০১৫ ) একটি বাস থেকে ৪ কেজি গাজা উদ্ধার হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়িরা পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানা ওসি মোঃ রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে।



Our Like Page