 
						
মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ সদস্যরা।
আটক আসামি হলেন,শার্শা থানার লক্ষণপুর মধ্যপাড়ার বিল্লাল হোসেনের ছেলে সোহাগ হোসেন (৩৭)। সোমবার (২৭ অক্টোবর) ভোরে পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামস্থ বেনাপোল বাজার বলফিল্ডের দক্ষিনে জনৈক ডাক্তার মোহাম্মাদ আলী এর বাড়ীর ভাড়াটিয়া পলাতক আসামী কাকুলি খাতুন @ সিনথিয়া আক্তার এর ঘরের ভিতর ধৃত আসামীকে হেরোইনসহ আটক করা হয়।
এবং অপর পলাতক আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
বেনাপোল পোর্টথানা পুলিশের এস আই, মানিক মিয়া জানান, গ্রেফতারকৃত আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।