মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার ভবেরবেড় গ্রামের মৃত আকমান মীরের মেয়ে সোনিয়া খাতুন (২৪)।
সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৪ টার সময় পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক নেটা কালু এর দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।