মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
২০২৫- ২০২৬ অর্থবছরের যশোরের বেনাপোল পৌরসভায় ১৬৭ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৮৬৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকালে পৌর অডিটোরিয়ামে পৌর প্রশাসক কাজী নাজিব হাসান এ বাজেট ঘোষনা করেন।
এসময় সভায় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মচারী,ব্যবসায়ী,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঘোষণা পত্রে বলা হয়, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৮ কোটি ১১ লক্ষ ১৪ হাজার টাকা। মোট উন্নয়ন আয় ১৫৮ কোটি ৬৬ লক্ষ ৭১ হাজার ৯০৩ টাকা এবং সমাপনি স্থিতি দেখানো হয়েছে ৭৫ লক্ষ ৫৫ হাজার ৯৬৩ টাকা।
সভায় উপস্থিত পৌরবাসী বলেন, বাজেটের অর্থে সামনের দিনে যে সব অকাঠামো উন্নয়ন হবে তা যেন টেকসই হয়।
এসময় পৌসসভার প্রশাসক নির্মান কাজে কোন অনিয়ম হবেনা বলে তিনি পৌরবাসিকে আশ্বস্ত করে সকলের সহযোগীতা কামনা করেন।
বাজেট ঘোষনা শেষে পৌরকর্তৃপক্ষ গত এক বছরে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিডিও চিত্র তুলে ধরেন।