শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
এক নজরে :
ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার কে বিদায় সংবর্ধনা শেখ মুজিবের দল বাকশাল বিলুপ্তি করে প্রথমে শেখ হাসিনা তার পিতার সাথে বেঈমানি করেছে -তৃপ্তি যশোর চাঁনপাড়া বাজার এলাকায় বিজিবির অভিযানে ১ পিস স্বর্ণবারসহ এক পাচারকারী আটক সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে ৭ সদস্যের কমিশন গঠন সরকারি নির্দেশনা অমান্য : অভয়নগরে মাধ্যমিক শিক্ষা অফিসে সেবা বিপর্যয় শার্শায় ট্রেনে কাটা পড়ে চান্দু নামে এক ব্যক্তির মৃত্যু নাভারণে সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীমের স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বেনাপোলে বৌদ্ধদের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দানোৎসব’ অনুষ্ঠিত

বেনাপোল বন্দরে চাঁদার অভিযোগে ৪০ আনসার সদস্যকে বদলী

বেনাপোল বন্দরে চাঁদার অভিযোগে ৪০ আনসার সদস্যকে বদলী।

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা,বাজির আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে শাস্তি মুলক বদলী করা হয়েছে।

বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলী হলেও পরবর্তীতে অনান্যদেরও বদলী করা হবে।

সোমবার (২৯ জুলাই) দুপুরে আনসারের উধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের অনত্র বদলী করা হয়।

বেনাপোল বন্দরের নতুন দায়িত্বপ্রাপ্ত আনসার কমান্ডার শ্রী অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন,আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বন্দরে ট্রাক প্রবেশের বিভিন্ন গেট থেকে বকশিসের নামে ট্রাক প্রতি ১০ টাকা আদায় ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ হয়।

জানা যায়, বন্দরে আমদানি,রফতানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেটপাশ পরীক্ষা, নিরীক্ষায় রয়েছে ১৬৩ জন আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থ্যা পিমার ১২৯ জন সদস্য দায়িত্বে রয়েছেন। বন্দরে ট্রাক ঢোকা ও বেরোনোর সময় বকশিসের নাম করে ট্রাক প্রতি তারা ১০ থেকে ২০ টাকা নেয়ার অভিযোগ রয়েছে এই দুই নিরাপত্তা সংস্থ্যার নামে।

ঘুস নেওয়ার ছবি বিভিন্ন গনমাধ্যমে একাধিকবার প্রকাশ হয়। এছাড়া দূ্র্বল নিরাপত্তার কারনে বন্দরে মধ্যে মাদক কারবার নিয়েও রিপোর্ট প্রকাশ হয়। অবশেষে অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ চাঁদার বিষয়টির সত্যতা পেলে বেনাপোল বন্দর থেকে আনসার সদস্যদের প্রত্যাহার করে নেয়। যে কোন সময় নিরাপত্তা সংস্থা পিমার সদস্যদের বিরুদ্ধেও শান্তি মুলক ব্যবস্থা গ্রহন হতে পারে বলে জানা গেছে।



Our Like Page