শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
এক নজরে :
যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২ যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে আটক-৪ যশোরের শার্শা গোগা সীমান্তে বিজিবির অভিযানে ১০০ পিচ ফেনসিডিল উদ্ধার সাতক্ষীরায় ২ নারীসহ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৮ জন চুড়ান্ত

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনার শুকটি মাছের চালান আটক

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল:
বেনাপোল স্থল বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে ঘোষনা বহির্ভূত আমদানিকৃত ফিস মিল এর মধ্যে শুটকী মাছ এর একটি পণ্য চালান আটক হয়েছে।
বুধবার বিকালে জাতিয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এন এসআই ) তথ্যের ভিত্তিতে পণ্য চালানটি তারিখ রাত্রে আটক করে কাস্টমস।

এর আগে বেনাপোল স্থল বন্দরে পণ্য চালানটি গত ২৯ অক্টোবর তিনটি ট্রাকে প্রবেশ করে। যার আমদানি কারক যশোরের শামিম এন্টারপ্রাইজ এবং রপ্তানিকারক ভারতের আর এসটি ইনোভেটিভ সলুশন এল এল পি ইন্ডিয়া। বন্দর থেকে এ চালানটি শুল্ক ফাকি দিয়ে খালাসে সহযোগীতা করছিলেন সিএন্ডএফ এজেন্ট প্যারেন্টস ইন্টারন্যাশনাল বিজিনেস সেন্টার।

এদিকে সরেজমিনে স্থল বন্দর বেনাপোল এর ৩১ নং ইয়ার্ডে গিয়ে দেখা গেছে কাস্টমস এর রেভিনিউ অফিসার (আরও) জাহিদ হোসেন জেসি হাফিজুর রহমান ও ডেপুটি কমিশনার অথৈলা চৌধুরী ট্রাক থেকে পণ্য চালানটি নামিয়ে পরীক্ষা করছে।উক্ত পণ্য চালানটি চিনার জন্য শুটকি মাছের বস্তাগুলি পাটের সুতালি দিয়ে চিহ্ন করা ছিল।

এদিকে সরেজমিনে স্থল বন্দর বেনাপোল এর ৩১ নং ইয়ার্ডে গিয়ে দেখা গেছে কাস্টমস এর রেভিনিউ অফিসার (আরও) জাহিদ হোসেন জেসি হাফিজুর রহমান ও ডেপুটি কমিশনার অথৈলা চৌধুরী ট্রাক থেকে পণ্য চালানটি নামিয়ে পরীক্ষা করছে।উক্ত পণ্য চালানটি চিনার জন্য শুটকি মাছের বস্তাগুলি পাটের সুতালি দিয়ে চিহ্ন করা ছিল।

জাতিয় গোয়েন্দা সংস্থা সুত্রে জানায়, তিন ট্রাক ফিস ফিড ঘোষনা দিয়ে বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করে। এসময় গোপন খবর আসে ট্রাক তিনটিতে মোট ৫০ টন পণ্য আছে। এর মধ্যে মাছের ফিস ফিড আছে ২৪ টন এবং বাকিটা শুটকি মাছ ২৬ টন। পরে তারা কাস্টমস কর্তৃপক্ষকে তথ্য দিলে পণ্য চালানটি পরীক্ষনের পর সাময়িক আটক করে।



Our Like Page