শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
এক নজরে :
ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার কে বিদায় সংবর্ধনা শেখ মুজিবের দল বাকশাল বিলুপ্তি করে প্রথমে শেখ হাসিনা তার পিতার সাথে বেঈমানি করেছে -তৃপ্তি যশোর চাঁনপাড়া বাজার এলাকায় বিজিবির অভিযানে ১ পিস স্বর্ণবারসহ এক পাচারকারী আটক সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে ৭ সদস্যের কমিশন গঠন সরকারি নির্দেশনা অমান্য : অভয়নগরে মাধ্যমিক শিক্ষা অফিসে সেবা বিপর্যয় শার্শায় ট্রেনে কাটা পড়ে চান্দু নামে এক ব্যক্তির মৃত্যু নাভারণে সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীমের স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বেনাপোলে বৌদ্ধদের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দানোৎসব’ অনুষ্ঠিত

বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার কে বিদায় সংবর্ধনা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ
নানা আয়োজনে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার কে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক কেস্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বিকাল ৪ টার সময় বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার কে ক্রেস্ট ও ফুলের তোড়া এবং ছাত্রীরা বিভিন্ন গিফট দিয়ে তাকে বিদায় সংবর্ধনা জানিয়ে স্কুল থেকে বিদায় দেওয়া হয়।

তিনি এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে সুনামের সাথে শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ইংরেজি ০২/০৫/১৯৯১ সালে এই বালিকা বিদ্যালয়ে যোগদান করেন এবং অবসর গ্রহণ ৩০/১০/২০২৫ সালে। তার এই বিদায়ে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা কেদে ফেলেন।

এ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান হবি,মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ছিলেন, প্রধান শিক্ষক রমজান আলী,মোহাম্মদ ইন্তাজুর রহমান,মোহাম্মদ বদরুল আলম, জহুরা খাতুন,মোঃ শরিফুল ইসলাম, নুরুন্নাহার,মাহমুদা সুলতানা কেয়া, মোহাম্মদ নজরুল ইসলাম,মোঃ রফিকুল ইসলাম,মোহাম্মদ এনামুল হক,হাসান ওয়াজেদ,সাব্বির হোসেন,মোহাম্মদ আল মামুন,মোহাম্মদ হাবিবুর রহমান,মোহাম্মদ তাহের,মোহাম্মদ মাহবুবুর রহমান,মোহাম্মদ নয়ন হোসেন,মোহাম্মদ আব্দুল খালেক,বিলকিস খাতুন প্রমুখ।

এসময় বালিকা বিদ্যালয় এর ছাত্রীরা বলেন,
শিক্ষিকা হিসেবে তিনি শুধু আমাদের পাঠ্যপুস্তকই পড়াননি, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা, ধৈর্য এবং দয়া সম্পর্কে আমাদের মূল্যবান শিক্ষা দিয়েছেন।

“তিনি ছিলেন আমাদের জন্য শুধু একজন শিক্ষক নন, বরং একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক এবং একজন বন্ধু।

“তাঁর শিক্ষাদানের পদ্ধতি, তাঁর আন্তরিকতা ও নিষ্ঠা আমাদের চিরকাল মুগ্ধ করেছে।

তারা আরও বলেন, শ্রদ্ধেয় শিক্ষিকা, আপনার কর্মময় জীবনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রইল। আপনি আমাদের জীবনে যে আলো জ্বালিয়েছেন, তা চিরকাল আমাদের পথ দেখাবে।আমাদের শুভকামনা সবসময় আপনার সাথে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।

বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক রমজান আলী বলেন, আজ তাঁর কর্মজীবনের এক অধ্যায়ের সমাপ্তি ঘটছে, কিন্তু আমরা বিশ্বাস করি, তিনি তাঁর নতুন জীবনেও একইভাবে উজ্জ্বল থাকবেন।”আমরা আশা করি, তিনি এখন তাঁর পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দময় সময় কাটাতে পারবেন এবং নতুন নতুন বিষয় উপভোগ করতে পারবেন।

“তাঁর অবসর জীবন যেন সুখ,শান্তি এবং সুস্বাস্থ্যে পরিপূর্ণ হয়, এই কামনা করি।



Our Like Page