শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

বেনাপোল সিমান্ত থেকে ৫ কোটি টাকা মূলোর ভারতীয় মালামাল জব্দ

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের বেনাপোল সিমান্তে বিজিবির অভিযানে ১ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ৫,১২,২০,৫২০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, চাদর, থ্রীপিচ, তৈরী পোশাক,মোবাইল, ঔষধ, মলম, কিটনাশক এবং কসমেটিক্স সামগ্রী আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৫,১২,২০,৫২০/- (পাঁচ কোটি বারো লক্ষ বিশ হাজার পাঁচশত বিশ) টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, চাদর, থ্রীপিচ, তৈরী পোশাক,মোবাইল, ঔষধ, মলম, কিটনাশক এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।

এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়।

এছাড়াও ভবিষ্যতে বিজিবি এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন এলাকাবাসী।



Our Like Page