শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

বেনাপোল সিমান্ত থেকে ৫ কোটি টাকা মূলোর ভারতীয় মালামাল জব্দ

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের বেনাপোল সিমান্তে বিজিবির অভিযানে ১ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ৫,১২,২০,৫২০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, চাদর, থ্রীপিচ, তৈরী পোশাক,মোবাইল, ঔষধ, মলম, কিটনাশক এবং কসমেটিক্স সামগ্রী আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৫,১২,২০,৫২০/- (পাঁচ কোটি বারো লক্ষ বিশ হাজার পাঁচশত বিশ) টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, চাদর, থ্রীপিচ, তৈরী পোশাক,মোবাইল, ঔষধ, মলম, কিটনাশক এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।

এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়।

এছাড়াও ভবিষ্যতে বিজিবি এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন এলাকাবাসী।



Our Like Page