মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের বেনাপোল পুটখালী শীমান্তে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৭ টার সময় পুটখালী সীমান্তবর্তি চরের মাঠের আম বাগানের একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখে টহলরত বিজিবি ও স্থানীয়রা বেনাপোল পোর্ট থানায় খবর দেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত অজ্ঞাত ব্যক্তির লাশ গাছ থেকে নিচে নামায়,এবং শেখানেই লাশ টির সুরাতল রিপোর্ট করা হয়।
সুরাতল রিপোর্ট শেষে,পুলিশ মরদেহটি থানায় নিয়ে যান। তবে লাশ টির এখনও পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।