 
						
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ
যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর থেকে একটি পিস্তলসহ আতাউর রহমান নামে একজনে আটক করেছে বিজিবি।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক অস্ত্র ব্যবসায়ী বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
বিজিবি সুত্র জানায়, তাদের কাছে অস্ত্র চোরাচালানের গোঁপন খবর আসে। এসময় বিজিবি সদস্যরা তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এক পর্যায়ে দৌলতপুর গ্রামের আতাউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে গোলার মধ্য থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। এসময় অস্ত্র ব্যবসা ও চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের অভিযান সবসময় অব্যাহত থাকবে। তিনি চোরাচালান প্রতিরোধে সীমান্তবাসীর সহযোগীতা কামনা করেন।