
মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের বেনাপোল সিমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ফেন্সিডিল, মদ, গাঁজা, শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, কম্বল, মোবাইলের ডিসপ্লে, সিগারেট, বিভিন্ন প্রকার ঔষধ ও কসমেটিক্স সামগ্রীসহ ১ জন এবং অবৈধ অনুপ্রবেশের সময়ন ৭ জন বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামীরা হলেন, সিদ্দিক বিশ্বাস (২২) ইয়াসিন বিশ্বাস (২৮) সুমন শেখ (১৯) রমজান আলী (৩০) রাবেয়া খানন (৬) মাবিয়া খনন (৪) আলামিন শেখ (২৫) শহিদুল ইসলাম (৩৭) এদের বাড়ি বিভিন্ন জেলায়।
বুধবার (১ জানুয়ারী) বিজিবির অভিযানে মাদকসহ ১ জন ও অবৈধ অনুপ্রবেশের সময় ৬ জনকে আটক করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। বেনাপোল বিওপি, রঘুনাথপুর বিওপি, পাঁচপীরতলা বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১জনকে ১৩,১২,৩০০ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, মদ, গাঁজা, শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, কম্বল, মোবাইলের ডিসপ্লে, সিগারেট, বিভিন্ন প্রকার ঔষধ ও কসমেটিক্স সামগ্রীসহ আটক করা হয়।
অপর একটি অভিযানে ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টের টহলদল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় (পুরুষ-৫ জন ও শিশু-২ জন) বাংলাদেশীকে আটক করা হয়।
এ ছাড়াও ভবিষ্যতে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন এলাকাবাসী।